মালদা

গাছের আম পাড়াকে কেন্দ্র করে কাকার হাতে খুন ভাইপো

পারিবারিক আম বাগানের গাছের আম পাড়া-কে কেন্দ্র করে দুই ভাইয়ের বচসা। বাবাকে বাঁচাতে গিয়ে কাকার হাতে খুন হলো ভাইপো। মালদার হরিশ্চন্দ্রপুর থানার ছয় ঘরিয়া গ্রামের ঘটনা।

    জানা গিয়েছে গ্রামের বাসিন্দা মোহাম্মদ হানিফের সাথে তার ভাই আব্দুল হাকিমের পারিবারিক গাছের আম পাড়াকে কেন্দ্র করে বচসা বাধে। অভিযোগ এর এরপরই আব্দুল হাকিম দলবল নিয়ে তাঁর দাদা মহম্মদ হানিফ ও তার পরিবারের ওপর চড়াও হয়। দুষ্কৃতীরা মহম্মদ হানিফকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এই অবস্থায় হানিফকে বাঁচাতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন হানিফের স্ত্রী হাওয়া বিবি ও তার ছেলে তাজমুল হক (২০)। তাজমুল কেউ ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এই অবস্থায় তাদেরকে উদ্ধার করে গ্রামবাসীরা স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাজমুলকে মৃত বলে ঘোষণা করে। মহম্মদ হানিফ ও তার স্ত্রী গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকেই অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে বলে জানা গেছে। ঘটনার তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ।

    এই ঘটনায় মহম্মদ হানিফ অভিযোগ করে বলেন, বাবার একটি আমের বাগান রয়েছে। কিন্তু চার ভাই সেই বাগানের আম তাকে দিতে চাইনা। প্রতিবছর খেয়ে নেয়। তার ছেলেরা আম বাগানে গিয়েছিল। সেখানে আম কেন ভাঙছিস এমন অভিযোগ করে বাড়িতে ঢুকে মারধর শুরু করে। আমাকে আমার স্ত্রীকে মারধর করার পর এক ছেলেকে খুন করল আব্দুল হাকিম ও তার দলবল। তাই তিনি ঘটনায় অভিযুক্তের শাস্তি দাবী করেন।

    এই ঘটনা সম্পর্কে বলতে গিয়ে আবুকালাম নামে এক প্রতিবেশী জানান, ওরা আম ভাঙছিল। তাই দেখে তাজামুল আম ভাঙতে যায়। এই নিয়ে শুরু হয় দুপক্ষের মারধর। সেই সময় তাজামুলকে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়। যার ফলে মৃত্যু হয় তার।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/wL18wZ0_Kwc